খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল নরসিংদী জেলার, মনোহরদী উপজেলার অন্তর্গত শিক্ষার প্রাণকেন্দ্র খিদিরপুর গ্রামে ২০০৬ সালে খিদিরপুর কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি কঠোর পরিশ্রম করে বর্তমানে এই প্রতিষ্ঠান অত্র এলাকার সেরা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়েছে। আমাদের স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। প্রতি মাসে একটি মাসিক পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শ্রেণিকক্ষ ও সম্পূর্ণ বিদ্যালয় সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কম্পিউটার শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মানসম্পন্ন শিক্ষাদান । দূরের শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা। দূর্বল শিক্ষার্থীদের জন্য ছুটির পর বিশেষ ক্লাসের ব্যবস্থা। • সৃজনশীল পদ্ধতির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান, স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে শিক্ষাদান। ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সহপাঠ ক্রমিক (সংগীত, শরীর চর্চা, খেলাধূলা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা) এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাপ্তাহিক, মাসিক সহ ৪টি সেমিস্টারের মাধ্যমে শিক্ষাবর্ষ সমাপ্ত করা। ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। পরীক্ষার ফলাফল, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও বেতন আদায় নিজস্ব ওয়েব সাইট ভিজিট করে জানার ব্যবস্থা আছে। আবাসিক সম্পর্কিত তথ্যসমূহ :- আমাদের নিজস্ব দুটি তিন তলা বিশিষ্ট ছাত্রাবাস রয়েছে। অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় দ্বিতল ভবন বিশিষ্ট আলাদা ছাত্রীনিবাস আছে। ছাত্রীনিবাস মহিলা প্রভোষ্ট ও আবাসিক শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়। প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আবাসিক শিক্ষক-শিক্ষিকা। চার ও ছাত্রীনিবাস প্রত্যক্ষভাবে প্রধান শিক্ষক ও ১২ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়। সন্ধ্যা হতে রাত ১০টা পর্যন্ত শিক্ষক-শিক্ষিকা মন্ডলীদের তদারকিতে পাঠদান সম্পন্ন করা হয়। আবাসিকে জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যবস্থা রয়েছে। উন্নত ডাইনিং ব্যবস্থা। আবাসিক শিক্ষার্থীদের নূরানী পদ্ধতিতে নিয়মিত কুরআন শিক্ষার ব্যবস্থা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়।